নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুর্নবহালের দাবিতে সারা দেশের ন্যায় মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি। শুক্রবার সকাল এগারটার দিকে মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর সংগ্রাম কমিটির আহবায়ক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের বিএনপির সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,জেলা বিএনপি‘র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাও. মাহাবুব-উল আলম, সদর উপজেলা জামায়াতের আমির মাও. রুহুল আমিন, জেলা বিএনপি‘র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম সহ ১৮ দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেমে বক্তারা তত্বাবধায়ক সরকারের দাবিতে গ্রামে গ্রামে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানান । সরকারের উদ্দ্যেশে ১৮ দলের জেলা নেতৃবৃন্দ বলেন আপনাদের মনে যদি সৎ সাহস থেকে থাকে তাহলে নির্দলীয় তত্তাবোধয়ক সরকারের নিকট ক্ষমতা ছেড়ে দিয়ে ভোটে অংশ গ্রহণ করুন। অনুষ্ঠানের শুরুতেই পৌর কলেজ এলাকা থেকে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশ স্থলে যোগ দেয়। এদিকে ১৮ দলের কর্মসুচী ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোন অপ্রিতকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দশটা থেকে পুলিশের কাজে সহযোগিতার জন্য তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য জেলার গুরত্বপূর্ন স্থান গুলোতে টহল দিচ্ছে বলে জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। এছাড়াও কেউ যাতে কোন নাশকতার ঘটনা ঘটাতে না পারে সে জন্য শহরে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। কুষ্টিয়া ৩২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক মেজর মোঃ তারেক মাসুদ সরকার জানিয়েছেন, তার নেতৃত্বে তিন প¬াটুন বিজিবি সদস্য পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাথে কাজ করবে।