নানীকে দাফন করতে গিয়ে লাশ একই পরিবারের ৭ জন

নানীকে দাফন করতে গিয়ে লাশ একই পরিবারের ৭ জন

imgresনানীর মৃত্যু সংবাদ পেয়ে তাকে দাফন করতে রওয়ানা হয়েছিলেন। মেঘনায় ডুবে তারাই লাশ হলেন। একই পরিবারের ৭ জন। লঞ্চডুবিতে সব হারিয়ে নি:স্ব এখন পরিবারটি। চান্দাকান্দি গ্রামের ওই পরিবারের স্বামী-স্ত্রী, সন্তান-বোনসহ ৭জন নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লার ছোট মসজিদ এলাকার বাসিন্দা। নানীকে দাফন করতে মুন্সিরকান্দি গ্রামে যাচ্ছিলেন। এখন তাদের দাফন করবেন অন্য স্বজনরা। আজ সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মিলেনি। স্বজনদের ধারণা নিমজ্জিত লঞ্চের ভেতরেই রয়েছে তাদের মরদেহ। পরিবারের এই ৭ জনের নাম চায়না (৩০), তার স্বামী মোক্তার হোসেন (৩৫) মেয়ে মিথিলা (১১), সানজিদা (৫), চায়নার বোন ময়না (২৭), শাহানা (২৫), তানিয়া (১৮), ভাই তরিকুল (২০) ও বোন জামাই বিল্লাল হোসেন। তারা কালিপুর লঞ্চ ঘাটে নামতে চেয়েছিলেন। লঞ্চটি মেঘনার মাঝ নদীতে এলে পেছন দিক থেকে বালুবাহী একটি কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এদের মধ্যে ময়নার মরদেহ উদ্ধার হয়েছে।

বাংলাদেশ