নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে সোমাবর সকাল সাড়ে ১০ টার সময় জেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের সামনে থেকে জেলা প্রশাসক মাহামুদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রদান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেস হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা মহিলা বিষায়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকউল-আলম। অনুাষ্ঠনে অর্থনীতি, শিক্ষা, চাকুরি ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন পরিচালনার জন্য তিন উপজেলা ও জেলা পর্যায়ে ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।