নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের একমাত্র দৈনিক সংবাদপত্র নামধারী দৈনিক মেহেরপুর বছরে ৩৫টি সংখ্যা প্রকাশ করে মেহেরপুরের পাঠক সমাজের দৃষ্টিতে এসেছে। জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সহ উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সরকারী অফিসের বিজ্ঞাপন সংগ্রহ করে কেবলমাত্র বিজ্ঞাপন প্রকাশের স্বার্থেই কাগজটি প্রকাশ করা হয়। এছাড়া রয়েছে বিভিন্ন জাতীয় দিবসে শুভাকাংখির নামে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও কর্মকর্তার শুভেচ্ছা বিজ্ঞাপন ছাপিয়ে পত্রিকা প্রকাশের নামে বাহ্বা নিচ্ছে। তবে পাঠকরা জানিয়েছে দৈনিক মেহেরপুর কবে, কোথা থেকে প্রকাশ হয় এবং কতটা পাঠকের কাছে যায় তা আমরা পাঠকরা বা পত্রিকা এজেন্সি বা হকাররাও জানেনা। জানে শুধু বিজ্ঞাপনদাতা এবং উল্লেখিত অফিসগুলো। এভাবেই চলছে দৈনিক মেহেরপুর এর ডিক্লারেশন বাঁচানোর তেলেসমাতি কারবার।