দেশে এই প্রথমবারের মতো একসঙ্গে চারটি পরীক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশ

দেশে এই প্রথমবারের মতো একসঙ্গে চারটি পরীক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশ

 আমাদের মেহেরপুর ডট কম ঃ

আগামী ২৭ শে ডিসেম্বর চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইএসসি) জুনিয়র  স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ২১ শে নভেম্বর শুরু হয়েছিল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এর আগে গত ৪ঠা নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। ২৯ নভেম্বর পর্যন্ত চলা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী অংশ নেয়। এ দু’টিতে মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩।এই চারটি পরীক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে আগামী ২৭ শে ডিসেম্বর  সকাল ১০টায় । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন জানিয়েছেন  সময়ের অভাবে একসঙ্গে চারটি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হচ্ছে । সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক এসএমএসে ফলাফল পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়।

বাংলাদেশ