দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৭.২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৭.২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।মাঝারি শৈত্যপ্রবাহ বয়ছে।

ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দুর্ভোগে সাধারন মানুষ।সারারাত বৃষ্টির মতো কুয়াশা ঝরে ভিজে যাচ্ছে রাস্তাঘাট।

সকাল দশটায় সূর্যের মুখ দেখা গেলেও ঠান্ডার প্রকোপ কমেনি।ঠান্ডা হিমেল বাতাসে কাতর সাধারন মানুষ।ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে হিম বাতাস সরাসরি আসায় পঞ্চগড় ও তেঁতুলিয়ার ওপর দিয়ে কখনো মৃদু, কখনো মাঝারি আর কখনো তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

বাংলাদেশ