প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাস করে গাজীপুর সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করবে। এখন থেকে টঙ্গী ও গাজীপুর সিটি করপরেশন হিসাবে বচিত হতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমাসা সিধংরন করে ওয়ার্ড বিন্যাস করবেন এবং গেজেট আকারে প্রকাশ করে ও একজন প্রশাসক নিয়োগ দিবেন । আর আইন অনুযায়ী, গেজেড প্রকাশের ১৮০ দিনের মধ্যে হবে দেশের একাদশতম এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। সিটি কর্পোরেশনে উন্নীত হলে বিধি অনুযায়ী একজন প্রশাসক নিয়োগ করা হবে এবং তিনি ১৮০ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন সম্পন্ন করবেন।