দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে “The Qube3 Group” যাত্রা শুরু করলো। www.theqube3.com নামের ই-কমার্স সাইটটি ১২-১২-২০১২ইং তারিখে বিকাল ৩:০০ ঘটিকায় ধানমন্ডি পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ‘We believe in work, not in word’ এই স্লোগান নিয়ে তারা যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত “The Qube3 Group” শুধুমাত্র তাদের নিবন্ধনকৃত গ্রাহকদের সেবা দেওয়া হবে, তবে আগামী ১৩-০১-২০১৩ইং তারিখে সবার জন্য ওয়েবসাইটটি উন্মুক্ত করা হবে । “The Qube3 Group” এ যাদের অ্যাকাউন্ট রয়েছে, বর্তমানে শুধু তারাই কেবল সরাসরি সাইটটিতে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটি থেকে পন্য ক্রয় ও বিভিন্ন সেবা গ্রহন করা যাবে।
“The Qube3 Group” এর ম্যানেজিং ডিরেক্টর তাদের ই-কমার্স সাইটটিকে একটি ভার্চুয়াল শপিং মল এর সাথে তুলনা করেছেন এবং প্রতিদিন নতুন পন্য দেওয়ার কথা বলেছেন । “The Qube3 Group” এছাড়া আরো সেবা প্রদান করতে যাচ্ছে, যেমন- Q soft BD,Q Tour and Travels, Q Consultant, Q Fashion ইত্যাদি । “The Qube3 Group” এর ওয়েবসাইট হচ্ছে www.theqube3.com।
1 thought on “দীর্ঘ প্রতিক্ষার পর “The Qube3 Group” এর যাত্রা শুরু।”