তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান–ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য

দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, বিভেদ নয়, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে সরকারকে বাধ্য করতে হবে।নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত  এই আলোচনা সভার আয়োজন করা হয়  রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানান। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ ইচ্ছা করেই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে | অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ সরকারকে দুর্নীতিবাজ পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের আঙুল প্রধানমন্ত্রীর পরিবারের দিকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীরাও দুর্নীতিবাজ। আলোচনা সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ।

রাজনীতি