ড্রাগ আদালতের ২১ বছর আগে দায়ের করা  মামলায় তিনজনকে দশ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

ড্রাগ আদালতের ২১ বছর আগে দায়ের করা মামলায় তিনজনকে দশ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা

33458_highআজ দুপুরে ২১ বছর আগে দায়ের করা এক মামলার রায় ঘোষণা করেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ। অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম মালিক, ব্যবস্থাপকসহ  আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে দায়ের করা এ মামলায় ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ  তিনজনকে দশ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে তিন আসামিকে দুই লাখ টাকা জরিমানা করেছে  ।

অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম পরিচালক ডা. হেলেনা পাশা, কোম্পানির ব্যবস্থাপক মিজানুর রহমান এবং মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা মামলার  অন্যতম আসামি ।মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৩ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল সিরাপে ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে। ওই বছর জানুয়ারিতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী। মামলার প্রধান আসামি ও কোম্পানির পরিচালক আনোয়ার পাশা  তদন্ত চলাকালেই মারা যান। পরে তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।

বাংলাদেশ