ডেসটিনি গ্রপের চেয়ারম্যান ও এম ডি জেলে

ডেসটিনি গ্রপের চেয়ারম্যান ও এম ডি জেলে

আমাদের মেহেরপুর ডট কম ঃ

ডেসটিনি গ্র“পের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর -–রশিদ ও এম ডি রফিকুল আমিন কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিল ঢাতার জৈষ্ঠ জজ আদালত । সকালে ঢাকা জজ আদালতে দজনে আত্মসর্মন করে ঢাকার জৈষ্ঠ বিশেষ জজ জহুরুল হক জামিন আবেদন নাকচ করে তাদের দুজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের মামলায় তারা জেলে গেলেন। উল্লেখ্য, গত ৩১শে জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন-অর-রশিদ, রফিকুল আমীনসহ ডেসটিনি গ্রুপের শীর্ষস্থানীয় ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দু’টি মামলা করে দুদক।

অন্যান্য