ডি -৮ সম্মেলনে   আমন্ত্রণ জানাতে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

ডি -৮ সম্মেলনে আমন্ত্রণ জানাতে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

আমাদের মেহেরপুর ডট কম 

আগামী ১৯ থেকে ২২ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফর ণিশ্চত করেছে বলে দক্ষীন এশিয়া অনু বিভাগের এক কর্মকর্তা সাংবিদিকদের ঝানিয়েছেন ।
তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারির বিশেষ দুত হিসাবে মন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করবেন । তবে পররাষ্টমন্ত্রণালয় সুত্রে জানা গেছে শেখ হানিনার সফর এখনও নিশ্চিত নয় । প্রধান মন্ত্রী না গেলে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ ।

বর্তমান সরকারের আমলে হিনা রাব্বানির সফর হবে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের উল্লেখযোগ্য সফর। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসলে ’৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও সম্পদের হিস্যার মতো অমীমাংসিত প্রসঙ্গগুলো আলোচনায় আসবে।

বাংলাদেশ