সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী করেছে সাংবাদিকরা । প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান ও অবরোধ চলাকালে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় বিক্ষোভ সমাবেশে ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অংশ নেন।রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে শাহেদ চৌধুরী দুর্বৃত্তদের অপহরণ চেষ্টার ধস্তাধস্তিতে তিনি আহত হন।রাজধানীর বিজয় সরণি মোড়ে হামলার স্¦ীকার হন ।