আমাদের মেহেরপুর ডট কমঃ চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে মৃত সাঈদুর রহমান‘র ছেলে শফিকুর রহমান তপন (৪৫) নিহত তপন মেহেরপুর পিডিবি‘র এমএল এস পদে কর্মরত ছিলেন।গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা যান। চুয়াডাঙ্গা থানা পুলিশ নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করে বিকাল ৩টার দিকে নিহতের পরিবারকে সংবাদ দেয়। শনিবার গভীর রাতে নিহত তপনের লাশ নিজ গ্রামে পৌছাবে ও আগামীকাল জনাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা বলে পারিবারিক সুত্র জনায়।