টিভিতে নিষিদ্ধ হলো সোফির গান

টিভিতে নিষিদ্ধ হলো সোফির গান

আমাদের মেহেরপুর ডট কম ঃ

টিভি চ্যানেলে নিষিদ্ধ হলো সেক্সসিম্বল গায়িকা-পারফরমার-অভিনেত্রী সোফি চৌধুরীর একটি গান। সম্প্রতি সেন্সরবোর্ড তার ‘হাঙ্গামা হো গেয়া’ শীর্ষক এ গানটির মিউজিক ভিডিও টিভি চ্যানেলে চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভিডিওটিতে পারফর্ম করতে গিয়ে সোফির অতি নগ্নতার কারণেই এটি নিষিদ্ধ করা হয়েছে। তবে আপত্তিকর সেই দৃশ্যগুলো কর্তন করে ভিডিওটি চালানো যাবে। এ ভিডিওটির লঞ্চিং অনুষ্ঠান সম্প্রতি মুম্বইতে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রীতি জিনতা, তুষার কাপুর, ক্রিকেটার যুবরাজ সিং সহ অনেকেই। এদিকে অনুষ্ঠানে ভিডিওটি প্রদর্শনের পরের দিনই ইন্টারনেটে প্রকাশ পেয়ে যায় মিউজিক ভিডিওটি। এখন পর্যন্ত প্রায় সবক’টি মিউজিক ভিডিওতেই সোফি খোলামেলা হয়েই পারফর্ম করেছেন। কিন্তু ‘হাঙ্গামা হো গেয়া’ গানটিতে এ যাবৎকালের সবচেয়ে বেশি খোলামেলা ও রগরগে সোফিকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। এই ভিডিওতে একজন তরুণ মডেলের সঙ্গে নগ্ন অবস্থায় বিছানার রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ১৫ সেকেন্ডের এ দৃশ্যটির জন্যই মূলত টিভিতে নিষিদ্ধ করা হয়েছে গানটি। তবে খুব শিগগিরই আপত্তিকর দৃশ্য কর্তন করে তা টিভি চ্যানেলে চালানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে সোফি চৌধুরী বলেন, অনেক দিন পর ‘হাঙ্গামা হো গেয়া’ গানটির মাধ্যমে নতুন মিউজিক ভিডিও করলাম। এখানে যথারীতি খোলামেলাভাবেই পারফর্ম করেছি। তবে একটি বিছানা দৃশ্যতেই সেন্সরবোর্ড আপত্তি করেছে। আমরা সেই দৃশ্যটি বাদ দিয়ে হয়তো টিভি চ্যানেলের দর্শকদের জন্য চালাবো। তবে ইউটিউবে দর্শকরা পূর্ণ ভিডিওটি উপভোগ করতে পারবেন।

বিনোদন