জেলা শিশু একাডেমী কার্যালয়ে নেভি সিগারেট খাওয়া প্রতিযোগিতা সম্পন্ন

জেলা শিশু একাডেমী কার্যালয়ে নেভি সিগারেট খাওয়া প্রতিযোগিতা সম্পন্ন

p-230আমাদের মেহেরপুর ডট কম ঃ বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমী কার্যালয়ে আকিজ তামাক কোম্পানির নেভি সিগারেটের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে শতাধিক কিশোরদের নিয়ে সিগারেট খাওয়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তারা সরকারী এ আফিসে বসে এ সিগারেট খেয়ে এবং পুরুস্কার স্বরুপ চাবির রিং নিয়ে বাড়ি ফিরেছে। নেভি সিগারেটের বি, আর ফারুক জানান জেলা শিশু কর্মকর্তার কাছ থেকে হল রুম ভাড়া নিয়ে শহরের শতাধিক সিগারেট ভোক্তাকে নিয়ে ভবনটির বিভিন্ন দরজাতে তালা মেরে এই সিগারেটের ক্যাম্পেইন করেছি। এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক সাংবাদিকদের জানান, গত ২০ মার্চ থেকে আসুস্থতার কারনে ছুটিতে আছি। আমার অফিসের ভিতর এ ধরনের ঘটনা শুনে বিচলিত হয়েছি। আমি কোন তামাক কোম্পানিকে হল রুম ভাড়া দেয়নি। মেহেরপুরে ফিরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেব। এঘটনায় জেলা তামাক বিরোধী জোটের আহবায়ক রফিকুল আলম বলেন, শিশু কর্মকর্তার ইন্ধনে একটি সরকারি অফিসে ধুমপান ও তামাকজাত দ্রব্য

মেহেরপুর সংবাদ