নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ বুধবার সকাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অবহেলিত প্রতিবন্ধী মোঃ আমির হামজাকে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেয়া হয়েছে। সকালে এ. লতিফ ফাউন্ডেশনের পক্ষে সাপ্তাহিক একুশের কন্ঠেন মেহেরপুর প্রতিনিধি এম.এ হাসান সুমন একটি সেলাই মেশিন নিয়ে জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রত্যন্ত লক্ষীপুর গ্রামে মোঃ কালাচাঁদ শিকদার ও মোছাঃ সাবেতন নেছার ছোট পুত্র আমির হামজার বাড়ীতে উপস্থিত হয়ে তার হাতে এই সেলাই মেশিন তুলে দিলে সে আবেগাপ্লুত হয়ে পড়ে। চরম দারিদ্রের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম করে কোন রকমে দিনাতিপাত করে আসছিল সে। এই দারিদ্রের খবর এ. লতিফ ফাউন্ডেশন জানতে পেরে এই পঙ্গু প্রতিবন্ধীর বেঁচে থাকার জন্য এই উদ্যোগ নেয়। আমি হামজা সাংবাদিক সুমন সহ এ. লতিফ ফাউন্ডেশনকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগরের ব্যবসায়ী, পেশাজীবি সহ জনপ্রতিনিধিরা।