Skip to content
জামায়াত ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দু’দিনের হরতালের ফাঁদে দেশ
শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী সোমবার সকাল সন্ধ্যা হরতালের বিষয়টি চূড়ান্ত হয়। পর এ আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের এক বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিচারপতিদের অপসারণ ক্ষমতায় সংসদে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে এ হরতাল হবে।রবিবার ভোর ছ’টা থেকে মানবতাবিরোধী অপরাধে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আমৃত্যু কারাদণ্ডাদেশ’ দেওয়া প্রতিবাদে সোমবার ভোর ছ,টা হরতালের ঘোষণা দেয় জামায়াত।সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।টানা দু’দিন হরতালের ফাঁদে দেশ ।
বাংলাদেশ