নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ আগামী ১২ই মার্চ-২০১৩ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস-এর আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর রিপোটার্স ইউনিটি’র সভাপতি ও জিটিভি এবং দি ইন্ডিপেন্ডেট পত্রিকার জেলা প্রতিনিধি রফিক-উল-আলম ,বিটিভি’র জেলা প্রতিনিধি আলামিন হোসেন,অনুষ্ঠানে মেহেরপুর জেলা সিভিল সার্জন বলেন এবা জেলায় ১ লক্ষ ১৩ হাজার৫শ ৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তিন আরও বলেন ৪শ ৯০ টি কেন্দ্রে ১ হাজার ৫০০ জন সেচ্ছাসেবক এই কর্মসূচী সফল করার লক্ষে কাজ করবে । ইতিমধ্যে এসব সেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসুচী চলবে। অনুষ্ঠানে মেহরপুরের জেলার সকল ইলেকট্রিক মিডিয়া, ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থি ছিলেন।