ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ দলে ফিরতে কঠোর পরিশ্রম করে চলেছেন জাতীয় দলের এক সময়ের অপরিহার্য সদস্য এবং বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করেছে ১৮ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। আর এই দলে আছেন বাঁহাতি এ ওপনার। তবে প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন ‘এ’ দলের কোচ স্টুয়ার্ট বার্নস। তাইতো প্রথম দিনটা জিমে অনুশীলন করেই কেটেছে ‘এ’ দলের ক্রিকেটারদের। প্রথম দিনের অনুশীলন শেষে ইমরুল কায়েস বলেন, ‘বর্তমানে জাতীয় দলে থাকতে পরলে খুবই ভালো হতো। কারণ জাতীয় দল হচ্ছে বিশেষ একটি জায়গা। আর সেই জন্য জাতীয় দলে ফেরাকে আমি একরকম চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। তাই তো পারফর্ম করেই আবারো জাতীয় দলে ফিরতে চাই।’ এদিকে সদ্য বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ইমরুল। জাতীয় দলে ফেরার লড়াইয়ে একে অনুপ্রেরণা হিসেবে নিতে চান তিনি। যদিও গত ডিসেম্বর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বাঁহাতি এ ওপেনার। তবে ভারতে শাফি দারাশাহ টুর্নামেন্টে ‘এ’ দল খুব একটা ভালো না করলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট বাঁহাতি এ ওপেনার। এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘শাফি দারাশাহ টুর্নামেন্টের সেভাবে ব্যক্তিগত বড় ইনিংস খেলতে না পারলেও নিজের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট। কারণ ওখানকার কন্ডিশন খুবই কঠিন ছিল। ভারতের ক্রিকেটাররা ওই কন্ডিশনে খেলে অভ্যস্ত হলেও তারাও বড় ইনিংস খেলতে পারেননি।’ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল বেশ কিছু দিন ধরেই একটানা টি২০ ম্যাচ খেলছে। আপরদিকে নিয়মিত চার দিনের ম্যাচে অংশ নিচ্ছেন ‘এ’ দলের ক্রিকেটাররা। কাজেই বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে জাতীয় দলে ফিরতে ‘এ’ দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন ইমরুল কায়েস।