জাতিসংঘে মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে  ১১০টি সদস্য দেশ–পক্ষে ৩৯টি রাষ্ট্র

জাতিসংঘে মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে ১১০টি সদস্য দেশ–পক্ষে ৩৯টি রাষ্ট্র

আমাদের মেহেরপুর ডট কমঃ    

জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত এক কণ্ঠভোটে রেকর্ড সংখ্যক ১১০টি সদস্য দেশ মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে অবস্থান নেয়।বান কি মুন তাদের এ মতামতকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ মোট ৩৯টি রাষ্ট্র জাতিসংঘের এ প্রস্তাবের বিরোধিতা করে।

মৃত্যুদণ্ড দেয়ার আইনকে বিলোপ করার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।বিশ্বের দেশগুলোর প্রতি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু  মৃত্যুদণ্ড বিধানের পক্ষে অবস্থান নেয় দেশগুলো জাতিসংঘের এ প্রস্তাবের বিপক্ষে ।  অন্যদিকে ৩৬টি দেশের প্রতিনিধি সেখানে অনুপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক