ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি’র ছয় নেতা।

ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি’র ছয় নেতা।

51069_sp3 ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি’র ছয় নেতা। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ আজ এ আদেশ দেন।  পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায়  বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপি’র ছয় নেতা।  তবে বিস্ফোরক আইনের মামলায় আদালত বিভক্ত আদেশ দিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান দুই মামলাতেই জামিন পেয়েছেন। বিস্ফোরক আইনের মামলায় রিজভী, আমান ও ফারুককে একজন বিচারপতি জামিন দিলেও অন্যজন কেবল রুল দিয়েছেন।

গত ১১ই মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতবোমার বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনায় পল্টন থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ। আইনজীবীদের আবেদেন এ মামলায় জামিন প্রার্থী অপর দুই আসামি জাহিদ হোসেন ও মোহাম্মদ শাহজাহানের বিষয়টি মুলতবি রাখা হয়েছে।

বাংলাদেশ