চালক বিহীন নতুন বিমান বানিয়েছে ইরান।

ইরান তার দেশীয় প্রযুক্তির মাধ্যমে নতুন ধরনের চালকহীন বিমান (ইউভিএ) বানিয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) কমান্ডার।
ইরানের প্রেস টিভির একটি প্রতিবেদনের বরাত দিয়ে সিনহুয়ার খবরে আজ সোমবার বলা হয়, নতুন এই চালকবিহীন বিমান বা ড্রোন বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা উড়তে পারবে।
আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি গতকাল রোববার বলেন, ‘যুদ্ধ ও গোয়েন্দাকাজে ব্যবহারযোগ্য ও বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা উড়তে সক্ষম “শহীদ ১২৯”-এর উদ্ভাবন আইআরজিসির সর্বশেষ সাফল্য।’
জাফরি বলেন, ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে সক্ষম এ চালকবিহীন বিমান দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
প্রতিবেদন বলা হয়, ২০১০ সালের আগস্টে ইরান প্রথম নিজস্ব প্রযুক্তিতে ‘কারার’ নামে দূরপাল্লার একটি ড্রোন তৈরি করে। ওই ড্রোন ভূমিতে অবস্থানরত বহু দূরের কোনো লক্ষ্যবস্তুতে অনেক বেশি উচ্চতা থেকে বোমাবর্ষণের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে সক্ষম এবং তথ্য সংগ্রহে পারদর্শী

আন্তর্জাতিক