বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। পুলিশি অভিযানকালে ছয় তলা থেকে পড়ে আহত মঈনুদ্দিন হাসান মুন্নার মৃত্যুর প্রতিবাদে এ হরতালের ডাক দেয় চট্টগ্রাম জামায়াত। নিহত মুন্না জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাগ্নে। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর প্যারেড মাঠে নিহত মুন্নার জানাজা নামাজের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক এ হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গতকাল গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্না।