গাংনী পৌরসভার উন্নয়নে মেয়র আহমেদ আলীর সফলতা

গাংনী পৌরসভার উন্নয়নে মেয়র আহমেদ আলীর সফলতা

gagni mapআমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহমেদ আলীর দক্ষ পরিচালনায় উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। ফলে পৌর নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় মেয়াদে বিপুল জনপ্রিয়তা নিয়ে জয়লাভ করে মেয়র আহমেদ আলী পৌরসভাকে তৃতীয় শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করেছেন। এছাড়া পৌর এলাকার রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার বাতির ব্যবস্থা করে পৌরবাসির নাগরিক মান বৃদ্ধি করেছেন বলে জানিয়েছেন পৌর এলাকার সাধারণ নাগরিকরা। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট রাজনীতিক ও বীজ ব্যবসায়ী আক্কাছ আলী জানান, মেয়র নিজেই তদারকি করে ৪ নং ওয়ার্ডের রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। আমাদের দীর্ঘদিনের দাবী ছিলো প্রধান সড়কের পার্শ্বে বাতি জালানোর। সাম্প্রতিক সময়ে মেয়র বিশেষ বরাদ্দ দিয়ে রাস্তার বিজলী বাতির ব্যবস্থা করেছেন। এখন আর রাস্তার পার্শ্বে ভূতড়ে অবস্থা বিরাজ করছেনা। ২নং ওয়ার্ডের শিশিরপাড়া এলাকার মুনতা আলী, বাচ্চু ও রহমত আলী জানান, শিশিরপাড়া গ্রামে কিলোমিটার সোয়া ১ কিলোমিটার রাস্তাটি নির্মান করে এ মহল্লাবাসী। বাঁশবাড়িয়া গ্রামের নুরুল আমীন জানান শিশিরপাড়া হতে বাঁশবাড়িয়া গোরস্থান পর্যন্ত একটি রাস্তা এইচবিবি করণ করে আমাদের চলার পথ সুগম করেছেন। এজন্য আমরা মেয়র আহমেদ আলীর কাছে কৃতজ্ঞ। ৩নং ওয়ার্ডের সামিউল ইসলাম জানান, এ ওয়ার্ডবাসির দীর্ঘদিনের দাবী ছিলো সিনেমা হল রাস্তাটি পাকা করার জন্য। চলতি অর্থবছরে মেয়র আহমেদ আলী এ মহল্লার দাবীর প্রেক্ষিতে রাস্তাটি পাকা করণ করেছেন।
এ ব্যাপারে মেয়র আহমেদ আলী জানান, এলাকার উন্নয়নে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। চলতি অর্থ বছওে প্রায় সোয়া ১৭ কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে। এ বাজেটে পৌরসভার অবকাঠামো দিকে লক্ষ রেখে পৌরসভার উন্নয়ন করা হবে।
মেহেরপুর সংবাদ