মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ১টি এলজি সার্টারগান ও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর পৌনে দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ককটেল উদ্ধার করে। আব্দুল কুদ্দসকে ফাঁসাতে তার বাড়িতে কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) এসআই ফজলুর রহমান জানান, আব্দুল কুদ্দুসের বাড়ির বাউন্ডারী প্রাচীরের মধ্যে একটি ব্যাগ ভর্তি লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল ও এর পাশেই কালো কাপড় দিয়ে মোড়ানো একটি এলজি সার্টারগান উদ্ধার করা হয়। পুর্ব শত্রুতার জের ধরে আব্দুল কুদ্দুসকে ফাঁসাতে কেউ অস্ত্র ও ককটেল রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করে উদ্ধার হওয়া অস্ত্র ও ককটেল জমা দেয়া হবে বলে জানান এসআই ফজলুর রহমান।