গাংনীর সীমান্তে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

গাংনীর সীমান্তে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার


index-rমেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি মথুরাপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার ভোররাতে তেঁতুলবাড়িয়া বিজিবি’র  ’র একটি টহলদল অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করেন।
৩২ বিজিবি’র তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হক জানান, ফেনসিডিল ব্যবসায়ীরা ভারতের ওপার থেকে ফেনসিডিল পাচার করে আনছে এমন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সংবাদ