গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যায় অভিযুক্ত স্বামী  ইঞ্জিল গ্রেফতার

গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যায় অভিযুক্ত স্বামী ইঞ্জিল গ্রেফতার

 মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের ঝিনেরপুর পাড়ায় স্ত্রী সেলিনা খাতুনকে (৩২) জবাই করে হত্যায় অভিযুক্ত স্বামী মাসুদ রানা ওরফে ইঞ্জিলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।  রোববার দুপুর বারটার দিকে গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ঘরের মধ্যে স্ত্রীকে কুপিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ইঞ্জিল।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর ছোট মেয়েকে সাথে নিয়ে পালিয়ে যায়র ইঞ্জিল। দুপুরে হিন্দা গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের সহায়তায় ইঞ্জিলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার  কন্যা শিশু হোসনেয়ারাকেও উদ্ধার করা হয়েছে।  images-2-180x107
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে তিন বছর বয়সী শিশু কন্যা হোসনেয়ারা সামনে স্ত্রী সেলিনা খাতুনে জবাই করে হত্যা করে মাসুদ রানা ওরফে ইঞ্জিল। শনিবার বিকালে সেলিনার মা কোহিনুর বেগম বাদি হয়ে ইঞ্জিলকে একমাত্র আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মেহেরপুর সংবাদ