মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পারভেজ আহনাফ শাহরিয়ার চন্দন- কন্যা শিশুর অধিকার বিষয়ক জাতীয় রচনা প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সম্প্রতি যাচাই বাচাই শেষে এ ঘোষনা দেয়া হয়।
সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করাই চন্দন কে পুরস্কার প্রদান করবে বাংলাদেশ শিশু একাডেমি। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টারদিকে জাতীয় কন্যা শিশু দিবসে শিশু একাডেমিতে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পারভেজ আহনাফ শাহরিয়ার চন্দন শিক্ষক মন্ডলী,অভিভাবক সহ সবার কাছে দোয়া চেয়েছে। চন্দন এর আগেও জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করে।
পারভেজ আহনাফ শাহরিয়ার চন্দন গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জহুরুল ইসলামের বড় ছেলে।