মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের কৃষক ইকতার আলীর বাড়ি পাশ থেকে ২টি বোমা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে পরিত্যক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান জানান, সকালে বাড়ির কাজ করার সময় রান্না ঘরের পেছনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ইকতার আলী পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে ‘গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না। আতংক সৃষ্টির জন্য দুর্বত্তরা বোমা রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।