গাংনীতে  ৬ টি বোমার বিস্ফোরন

গাংনীতে ৬ টি বোমার বিস্ফোরন

gagni mapমেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে ৬ টি বোমার বিস্ফোরন ঘটিয়েছে সন্ত্রাসীরা। বোমার স্পিলিন্টারে দু,জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টারদিকে খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরনের সময় স্কুল খোলা ছিল। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে ভলি খেলার বাস তোলা কে কেন্দ্র করে যুবদল নেতা ও কাথুলী ইউপি সদস্য সালাউদ্দীন ও আওয়ামীলীগ কর্মি আহমেদ আলীর মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকাল ১১ টারদিকে ইউপি সদস্য সালাউদ্দীনের সহযোগি হুসাইন ও চিকন আলী সহ কয়েক জন ক্রিকেট খেলার পিচ তৈরি করছিল এ সময় আহমেদ আলী সহ তার লোকজন পরপর ৬ টি বোমা বিস্ফোরন ঘটায়। বোমার স্পিলিন্টারে হুসাইন ও চিকন আলী আহত হয়েছে। ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান জানান,বোমা বিস্ফোরনের ঘটনায় আহমেদ আলীর ভাই কবলুচ আলী কে আটক করা হয়েছে। কাথুলী বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান,বোমাবাজ আহমেদ আলী বোমা বিস্ফোরন ঘটিয়ে ভারতে পালানোর সময় সিমান্তের ১৩৪ মেন পিলারের নিকট থেকে বিজিবি’র সদস্যরা তাকে আটক করে। খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান,আহমেদ আলী কে বারবার নিষেধ করা সত্বেও বোমা বিস্ফোরন ঘটায়। তিনি আরো জানান,বোমা বিস্ফোরনের সময় সমাপনি পরিক্ষা চলছিল। এ সময় বোমার আতংকে ছাত্রছাত্রীরা পরিক্ষা না দিয়ে পালিয়ে যায়। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান,বোমা বিস্ফোরনের পরপরই পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মেহেরপুর সংবাদ