গাংনীতে ৪ বিএনপির নেতা জামিনে মুক্ত। সম্বর্ধনা প্রদান

গাংনীতে ৪ বিএনপির নেতা জামিনে মুক্ত। সম্বর্ধনা প্রদান


ফারুক আহমেদ,

p-1সদ্য কারামুক্ত গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু সহ ৪ জন নেতা কর্মি জামিনে মুক্তি পাওয়ায় তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা হলেন, বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,বিএনপি নেতা জাফর আকবর,আঃ কুদ্দুস ও কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি। এসময় যুবদল সভাপতি আক্তার হোসেন,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক, বিএনপি নেতা ও গাংনী পৌর কাউন্সিলর আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, আক্তারুজ্জামান,যুবদল নেতা মকবুল হোসেন মেঘলা,ছাত্রদল নেতা আব্দুল হান্নান ও সুজন কবির প্রমুখ। মেহেরপুর ২ গাংনী আসনের এমপি আমজাদ হোসেন বলেন,বিএনপির নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এখন সময় এসেছে সকল নেতা কর্মি একত্রিত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন,জেল জুলুম করে বিএনপির নেতা কর্মিদের দমানো যাবেনা।

মেহেরপুর সংবাদ