মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়ী গ্রাম থেকে ২ টি বোমা সহ মাবুদ নামের এক ডাকাত কে স্থানীয় জনগনের সহায়তায় আটক করেছে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানান,সোমবার রাত ৯ টার দিকে একটি মাইক্রোবাসে করে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এসমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাবুদ আলী (২৫) কে দুটি বোমা সহ আটক করা হয়। এছাড়া মাইক্রো যোগে পালিয়ে যায় আরো ৫/৬ জন ডাকাত।