মেহেরপুরের গাংনী শহরের প্রধান সড়ক থেকে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনছারুল ইসলামকে (৫০) আটক করেছে র্যাব। সোমবার দুপুর বারটার দিকে স্যালো ইঞ্জিন চালিত যানযোগে যাওয়ার সময় র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টহল দল আনছারুলকে আটক করেন।
র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানিয়েছেন, গাংনী উপজেলার ওলিনগর গ্রামের আনছারুল ইসলাম দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে। এদিন সে গাঁজা বিক্রির জন্য তার গন্তব্যে যাচ্ছিল। র্যাব তাকে দুই কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। তার নামে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন র্যাব কমান্ডার।