গাংনীতে স্কুলে চুরিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ। অফিস সহকারীর হাতের আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা

গাংনীতে স্কুলে চুরিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ। অফিস সহকারীর হাতের আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষরা

p-219 copyফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের চুরিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আব্দুল হাকিম নামের এক জনের আঙ্গুল কেটে ফেলেছে প্রতিপক্ষরা এঘটনায় উভয় পক্ষের আরোর ২ জন আহত হয়েছে। আহতরা হলেন, গোপালনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আক্কাছ আলী (৪০) এছাড়া প্রতিপক্ষ সাইফুল ইসলাম (৪৮)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তিন জনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম। স্থানীয়রা জানান,গত ১৪ মার্চ রাতে গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে চোরের দল কম্পিউটার,ফ্যান,নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা চোরের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছিল। যার নং ১২ তারিখ ১৮-০৩-১৩ ইং। এ ঘটনার জের ধরে গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সাইফুল ইসলাম ও তার অপর সহযোগী আলম হোসেন ও টিপু দেশীয় তৈরী ধারাল অস্ত্র নিয়ে বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হাকীমকে কুপিয়ে হাতের একটি আঙ্গুল কেটে ফেলে দেয়। এছাড়া তার ভাই আক্কাছ আলীর হাতের কব্জী কুপিয়ে কেটে দেই। খবর পেয়ে আব্দুল হাকীমের লোকজন হামলা চালিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হাত,পা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্বক আহত করে। ¯া’নীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গংনী উপজেলা স্বাস্ত্য কমপে¬ক্্র-এ ভর্তি করে। সেখনে তাদের অবস্থার আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় লুৎফুন্নেছা মাধ্যমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন জানান, শিক্ষা মন্ত্রাণলেয়র একটি প্রশিক্ষণের জন্য ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী নায়েমে থাকার কারনে বিষয়টি আমি জানিনা। তবে গত ১০ মার্চ বিদ্যালয়ে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে আমার অফিস সহকারীর উপর হামলা করে হাতের কব্জীসহ আগুল কেটে দিয়েছে বলে খবর পেয়েছি। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, আমার কাছে এখনো কোন এজাহার বা মামলা করার জন্য কোন পক্ষ থেকে কোন লিখিত পাইনি। আহত আব্দুল হাকীমের ভাই উপ সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, চোরের সর্দার সাইফুল ইসলঅম সহ তার সহযোগীদেও বিরুদ্ধে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

মেহেরপুর সংবাদ