গাংনীতে সন্ত্রাসী জান্টু অস্ত্র ও গুলি সহ গ্রেফতার। প্রতিবাদে সন্ত্রাসীদের বোমা হামলা ও বাড়ি ঘর ভাংচুর লুটপাট

গাংনীতে সন্ত্রাসী জান্টু অস্ত্র ও গুলি সহ গ্রেফতার। প্রতিবাদে সন্ত্রাসীদের বোমা হামলা ও বাড়ি ঘর ভাংচুর লুটপাট

p-410আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল বাজার থেকে জান্টু নামের এক সন্ত্রাসীকে একটি ৭.৬৫ রিভলবার একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি কাজী আক্তার হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতৈল বাজারে জান্টু ও তার সঙ্গী ঝন্টু আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় ঝন্টু পালিয়ে গেলেও একটি ৭.৬৫ রিভলবার একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি সহ ধরা পড়ে জান্টু। তাকে রাতেই জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গাংনী ও আলমডাঙ্গা থানায় হত্যা সহ বেশ কয়েক টি মামলা রয়েছে । একটি সুত্র জানায়,বিগত আওয়ামীলীগ সরকারের সময় সে আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করলেও পরে জেল থেকে বেরিয়ে এসে আবারো সন্ত্রাসী জগতে জড়িয়ে পড়ে। বর্তমানে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সে নানা অপকর্ম করে আসছিল। এদিকে জান্টু গ্রেফতারের ঘটনায় সন্ত্রাসীরা আমতৈল গ্রামে পর পর ৩ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ৭টি বাড়ি ভাংচুর করে ও লুটপাট চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভুগিরা। গ্রামবাসীরা জানান, সন্ত্রাসী জান্টু গ্রেফতারের ঘটনায় পালিয়ে যাওয়া ঝন্টু ও অন্যান্য সন্ত্রাসীরা গ্রামে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। সন্ত্রাসীরা আমতৈল গ্রামের রায়হান আলীর ছেলে সাদ আহম্মদ, আমির শাহ, ইসলাম আলী, কালাম, আকতার, মহসিন ও মজিদ আলীর বাড়ি ঘর ভাংচুর করে ও লুটপাট চালায়।গ্রামের বাসিন্দা ও ষোল টাকা ইউনিয়নের চেয়াম্যান ছাবদাল হোসেন কালূ জানান সন্ত্রাসী জান্টু গ্রেফতারের ঘটনায় ঝন্টু ও অন্যান্য সন্ত্রাসীরা গ্রামে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। এদিকে এ বোমাবাজি, হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা জানেন না বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আলমগীর হোসেন।
মেহেরপুর সংবাদ