গাংনী উপজেলায় মেহেরপুর – কুষ্টিয়া সড়কের বামুন্দি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ১৮ বাস যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি বাস গাংনীর বামন্দিতে পৌছালে একটি নছিমনকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে । এতে বাসটির সামনের ভাগ দুমড়ে মুছড়ে যায় ও বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৮ জন আহত হয়। আশেপাশের লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে।