আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (২৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত তরিকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মজিবুল হকের ছেলে। পুলিম জানায় , আজ সকাল ১০ টায় নছিমন যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ার যাওয়ার পথে আকুবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় তরিকুল রাস্তার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করলেও বাস চালক পালিয়ে যায়। এ সময় মেহেরপুর- কুষ্টিয়া সড়কে ২ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।