মেহেরপুর গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে র্যাব পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ পিচ্চি হোসেন ওরফে বোমারু হোসেন (২৫) কে গ্রেফতার করেছে। এ অভিযানে তার নিজ বাড়ি থেকে ১টি এলজি সর্টাারগান ও ১ রাউ- গুলি উদ্ধার করেছে গাংনী র্যাব ক্যাম্পের কমন্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, পিচ্চি হোসেন ওরফে বোমারু হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে দুটি হত্যা মামলা সহ গাংনী থানায় তিনটি মামলা রয়েছে।