মেহেরপুরের গাংনী উপজেরার মড়কা নামক স্থানে র্যাবের মাক্রোবাস কে লক্ষ্য করে পটকা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সোয়া ৮ টারদিকে এ ঘটনা ঘটে।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানান, উপজেলার মড়কা নামক স্থানে ছিনতাইকারীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে র্যাবের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। ছিনতাইকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ টি পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এসময় র্যাব সদস্যরা ঘটনা স্থল থেকে একটি ওয়ান শূর্টারগান উদ্ধার করে।