মেহেরপুর সংবাদদাতা (১৬/০৫/১৪)ঃ
মেহেরপুরের গাংনীর যুবলীগ নেতা আবুল কালামসহ (৩৮) তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে পৃথক অভিযানে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। অপর দু’জন হচ্ছেন থানা পাড়ার নুরুল হুদার ছেলে রফিকুল ইসলাম রফিক (২৮) ও একই পাড়ার ইব্রাহিম জেয়ার্দ্দারের ছেলে খোকন মিয়া (৩২)। রফিকের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আবুল কালামের নেতৃত্বে আটক অপর দু’জন বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাংনী শহর থেকে তাদের আটক করা হয়। এসময় রফিকের কাছ থেকে একটি বিদেশী অত্যাধুনিক নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়।