ফারুখ আহম্মেদ, আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে মানষিক প্রতিবন্ধী বিউটিয়ারা বিষপানে আত্বহত্যা করেছে।
বিউটিয়ারা ছেলে নুরুল ইসলাম জানান,রবিবার সকাল ১০ টারদিকে তার মা প্রতিবন্ধী বিউটিয়ারা নিজ বাড়িতে বিষপানে আত্বহত্যা করেছে। সে দীঘ্য দিন ধরে মানষিক রোগে ভুগছিলেন। বিউটিয়ারা খাতুন বালিয়াঘাট গ্রামের মকলেচুর রহমানের স্ত্রী।