মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইবাদত খানায় হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর স্বরণে তার ৩৭ তম ওরস মোবারক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
তিন দিন ব্যাপি ওরস মোবারক সোমবার ভোরে শেষ হয়।সাহারবাটি ইবাদখানার পীর হযরত মুসলিম উদ্দীন সরকার স্বপন এর তত্ববধায়নে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভাষানীর ভক্তরা ওরস মোবারকে যোগ দেন । সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনী জানান, ভাষানী সাহেব এর আদর্শ লালন করে প্রতি বছর বিভিন্ন এলাকার মানুষ ওরস মোবারকে যোগ দিয়ে থাকেন ।