মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও ব্রজপুর গ্রামে ৩ বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৩ বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সোমবার শেষ রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে আহত হন নারীসহ ৩ জন। আহতরা হলেন, হাড়াভাঙ্গা গ্রামের সৌদী প্রবাসি শফিকুলের স্ত্রী আসমা খাতুন (২৫) ও ব্রজপুর গ্রামের সইমদ্দীনের ছেলে মন্টু মিয়া (৩০) ও তার স্ত্রী ময়না খাতুন (২৩) আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদী প্রবাসী শফিকুল ইসলাম জানান, সোমবার রাত ৩ টার দিকে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে তার বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রী আসমা খাতুনকে জখম করে। একই সময়ে তার ভাই বকুলের বাড়ি থেকে ডাকাত দলটি নগদ ৩৫ হাজার টাকা ও স্বার্ণালংকার সহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় গ্রামবাসিরা ডাকাতদলটিকে ধাওয়া করলে তারা ৪ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অপরদিকে রাত ৪ টার দিকে ব্রজপুর গ্রামের ব্যবসায়ী মন্টু মিয়ার বাড়িতে একটি ডাকাতদল প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এসময় বাধা দিলে ডাকাতরা মন্টু মিয়া ও তার স্ত্রী ময়না খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গাংনী থানার ওসি মাছুদুল আলম ডাকাতির ঘটনার সত্যতা শ্বিকার করেছেন।