আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। গাংনী সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩১ জন প্রতিবন্ধীদের মাঝে ক্র্যাস বিতরণ করা হয়েছে। কুমারীডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির নির্বহী পরিচালক একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিানে প্রধান অতিথি সাবেক এমপি আব্দুল গনি,বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সংস্থার ডোনার জ্যাক মিস ও মিষ্টার ইয়ান,গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ,আওয়ামীলীগ নেতা হাজী মুহাম্মদ মহসীন প্রমুখ । সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের সার্বিক সহায়তার জন্য আহব্বান জানান সাবেক এমপি আব্দুল গনি ।
মেহেরপুর সংবাদ