ভূয়া মেসেজ দেখিয়ে বিকাশ থেকে টাকা উত্তোলন করতে এসে মিলন নামের এক প্রতারক কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিকাশ কেন্দ্রের স্বত্বাধিকারী আব্দুস সালাম।
আটক মিলন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গাংনী শহরের হাইস্কুল মার্কেটের মোবাইল হসপিটাল বিকাশ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
মোবাইল হসপিটালের মালিক আব্দুস সালাম জানান, আটক মিলন ০১৭২৮৮৪৫৫৪৩ নাম্বার থেকে আসা একটি মেসেজ দেখিয়ে ৫৫ হাজার টাকা উত্তোলন করার চেষ্টা করে। এসময় তার কথা বার্তার মধ্যে অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় মেসেজটি যাছাই বাছাই করা হয়। মেসেজটি ভূয়া প্রমানিত হওয়ায় তাকে আটক করে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক মিলন জানান, ৫৫ হাজার টাকা বোনাস দেওয়া হলো। এ মর্মে আমাকে মেসেজ দিয়ে বলে নিজ থানা ছাড়া পার্শ্ববর্তি থানার যে কোন বিকাশ নাম্বার থেকে টাকা উত্তোলন করা যাবে। এবং উল্লেখিত নাম্বারে ১২ হাজার টাকা ফেরৎ পাঠানোর জন্য অনুরোধ করা হয়। মিলন এ মেসেজের কারনে গাংনী শহরের মোবাইল হসপিটালে এসে মেসেজটি দেখানোর পর টাকা উত্তোলন করতে চাই।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, নাম্বারটিতে কথা বলে জানা গেছে এটি একটি প্রতারক চক্রের কাজ। আটক মিলনকে ওই প্রতারক চক্রটি ফাসিয়েছে নাকি সে নিজেই প্রতারক চক্রের সাথে জড়িত তা যাছাই বাছাই করে দেখা হচ্ছে।