গাংনীতে বিএনপির প্রস্তুতি সভা

গাংনীতে বিএনপির প্রস্তুতি সভা

6666আগামি ২৯ সেপ্টেম্বর খুলনায় বিএনপির সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে গাংনী উপজেলার বিএনপি নেতা কর্মিরা। সোমবার বিকাল ৫ টারদিকে বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,জেলা যুবদলের সাবেক আহবায়ক মুরাদ আলী। প্রধান অতিথী ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন,গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো,গাংনী থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আওয়াল প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দীন,পৌর জিয়া পরিষদের সভাপতি বিএনপি নেতা আহসান হাবীব বাবু, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিদুল ইসলাম,রবিউল ইসলাম মেম্বর,হারুন অর রশিদ বাচ্চু,সোহরাব হোসেন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউছার আলী,ছাত্রদল নেতা চপল বিশ্বাস ও শাহিবুল ইসলাম প্রমুখ। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথী জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, খুলনায় বেগম খালেদা জিয়ার জনসমাবেশ কে মহা সুমদ্রে পরিণত করতে হবে। হাজার হাজার জনতার সমাবেশ ঘটিয়ে সরকারের ব্যার্থতার জবাব দিতে হবে। আওয়ামী দুঃসাসনের হাত থেকে দেশ কে রক্ষা করতে দলের নেতা কর্মিদের সজাগ থাকার আহবান জানান জাভেদ মাসুদ মিল্টন।
মেহেরপুর সংবাদ