গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ এমপি সহ আহত ৫

ফারুক আহমেদ,মেহেরপু ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে কোন কর্মসূচী পালন করতে দেয়নী পুলিশ। বেলা ১২টার দিকে আমজাদ হোসেন এমপির নেতৃত্বে একটি র‌্যালি বের হলে গাংনী থানা পুলিশ লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেয় বিএনপি নেতা কর্মিদের। এসময় পুলিশের লাঠির আঘাতে আমজাদ হোসেন এমপি সহ ৫ বিএনপি কর্মি আহত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন এমপি বলেন, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করার সময় সরকারের পেটোয়া বাহিনী পুলিশ দিয়ে আমাদের নেতা কর্মিদের উপর হামলা চালায় এবং লাঠিচার্জ করে । তিনি আরো বলেন, সৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। পুলিশ দিয়ে এ আন্দোলন বন্ধ করা যাবেনা। র‌্যালিতে পুলিশের হামলার তিব্র নিন্দা প্রতিবাদ জানায় আমজাদ হোসেন এমপি ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবল চেয়ারম্যান,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ষোলটাকা ইউপি চেয়ারম্যান ছাবদাল হোসেন কালু।
আমজাদ হোসেন এমপি বলেন,পুলিশ বিএনপির শান্তিপূর্ন কর্মসূচি পালন করতে দিচ্ছেনা। অথচ পুলিশের সামনেই বিএনপির অফিস ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আছাদুজ্জামান বাবলু চেয়ারম্যান বলেন,গাংনী উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ও ষোলটাকা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছাবদাল হোসেন কালু’র নামে মিথ্যা দিয়ে তাকে হয়রানী করছে। এছাড়া আমতৈল-মানিকদিয়া,গোয়ালগ্রাম ও বামুন্দীতে নেতা কর্মিদের উপর চলছে নির্যাতন আর গ্রাম ছাড়া হয়েছে হাজার হাজার নেতা কর্মি।

মেহেরপুর সংবাদ