বজ্রপাতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যায়ের ৬ ছাত্রী আহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারটার দিকে ক্লাস চলাকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে- ৬ষ্ট শ্রেণীর ছাত্রী তাসলিমা খাতুন বিথি, সেতু খাতুন ও সুরভী খাতুন। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওই বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ হোসেন জানান, ক্লাস চলাকালীন সময়ে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বিদ্যালয়ের পাশে ফাঁকা মাঠে বজ্রপাত হয়। এতে ৬ ছাত্রী অজ্ঞাণ হয়ে পড়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ইসমত জেরিন জানান, বজ্রপাতের শব্দে ওই ছাত্রীরা আতংকে জ্ঞাণ হারায়। চিকিৎসায় তারা এখন আশংকামুক্ত