মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে বজ্রপাতে এক জন নিহত হয়েছে। একই সময় বজ্রপাতে আহত হয়েছে মহিলা সহ ৪ জন। শুক্রবার দুপুর ২ টারদিকে আকস্মিক বজ্রপাতে পৃথক চার টি স্থানে হতাহতের ঘটনা ঘটে। কাথুলী ইউপি সদস্য সালাউদ্দীন জানান,খাসমহল গ্রামের আনছার আলীর ছেলে লাল মোহাম্মদ (৪০) পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়। এিিদকে বজ্রপাতে সাহারবাটি গ্রামের শিল্পি (৩৫) মর্জিনা (৪০) নওয়াপাড়া গ্রামের বাবলু (৩৫) লক্ষীনারায়নপুর গ্রামের হাসাদুল (৪৫) আহত হয়। আহতরা গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে।